রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

রামুতে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে শ্রমিকের মৃত্যু

রামু প্রতিনিধি

রামুতে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের জনু মাতবর পাড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুল হক প্রকাশ গুরাইয়া উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাইল্যাতলী এলাকার মো. কালুর ছেলে। রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান-পাহাড় কাটার সময় মাটি ধসে পড়লে মাটি কাটায় জড়িত আবদুল হক মাটি চাপা পড়েন। সকালে মাটি সরিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান- ওই এলাকার বন বিভাগের হেডম্যান ছৈয়দ নুরের ছেলে নজরুল ইসলাম নিজস্ব ডাম্পার দিয়ে সমপ্রতি পাহাড় কেটে মাটি পাচার করে আসছিলেন। বুধবার (১৮ জুন) ভোরে মাটি কাটার সময় নজরুলের নিয়োগকৃত শ্রমিক আবদুল হক প্রাণ হারিয়েছেন।

টিএইচ