রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

শ্রীপুর পৌরসভার বাজেট ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর পৌরসভার বাজেট ঘোষণা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের ১০৮ কোটি টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জুন) শ্রীপুর পৌরসভার মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ। বাজেটে আসন্ন অর্থবছরে কোনো নতুন কর ধার্য করা হয়নি। সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে।

বাজেট বিবরণী পাঠ করে প্রশাসক বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি বলেন, প্রস্তাবিত বাজেট পরবর্তীতে আলোচনা পর্যালোচনার মাধ্যমে পরিবর্ধন করা হবে। বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা। উন্নয়ন প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ২০ কোটি ৭৮ লাখ টাকা।

বাজেটে ব্যয় দেখানো হয়েছে ১০৪ কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৮ হাজার ৩৪৮টাকা। বাজেটে অগ্রাধিকার পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ-সংস্কার, ড্রেনেজ  সড়ক বাতি ও বর্জ্য ব্যবস্থাপনায়।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, পৌর নির্বাহী প্রকৌশলী সাহেদ আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা কুদ্দুস হাওলাদার, সহকারী প্রকৌশলী তানভীর, হারুর-অর-রশিদ, আবু হেনা মোস্তফা কামাল, টাউন প্লানার সাইফুল ইসলামসহ পৌর কর্মচারীরা।

টিএইচ