২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় শেরপুরের শ্রীবরদীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) উপজেলা কৃষি অফিস শ্রীবরদীর আয়োজনে বিআরডিবি হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টনার কংগ্রেসের সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাহ উদ্দিন কায়সার, শেরপুরের জেলা প্রশিক্ষণ অফিসার শোয়েব আহমেদ, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল প্রমুখ। এ সময় কৃষি অফিসের কর্মকর্তা, প্রশিক্ষিত কৃষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষিত কৃষকদের জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য কৃষকের মধ্যে ছড়িয়ে দেয়াই পার্টনার কংগ্রেসের মূল উদ্দেশ্য।
টিএইচ