রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

সাদুল্লাপুরে গাঁজাসহ আটক ১

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুরে গাঁজাসহ আটক ১

গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এবার মাদকের নতুন রুট ধরা পড়েছে- উত্তরবঙ্গে ঢুকছে মাদক  দক্ষিণাঞ্চল থেকে।

গত বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ ঘটিকায় সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের জাতীয় মহাসড়কের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যানবাহনে  তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী সাইমুন যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১.৫ কেজি গাঁজাসহ আটক করা হয় এক ব্যক্তিকে।

আটককৃত ব্যক্তির নাম নাসিরুল ইসলাম (৩৮)। তিনি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ রাজাগাঁও দানভিটা গ্রামের মৃত নরশেদ আলীর ছেলে।
অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা কামালের নেতৃত্বে চৌকস টিম। তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। বাসে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করি। তাৎক্ষণিকভাবে আসামিকে আটক করা হয়।’

এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, এক সময় মাদক আসত সীমান্তবর্তী উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে, এখন নতুন করে তা আসছে দেশের দক্ষিণ দিক থেকে। এটা মাদকের গতিপথ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা খুবই উদ্বেগজনক। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের উৎস ও পাচার রুট চিহ্নিত করে আরও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

টিএইচ