রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

সাদু্ল্লাপুরে তামাকজাত নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদু্ল্লাপুরে তামাকজাত নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

গাইবান্ধার সাদুল্লাপুরে তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সাদুল্লাপুর উপজেলা হলরুমে জেলা প্রশাসন সাদুল্লাপুরের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ  আইন বিষয়ক প্রশিক্ষণে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ভূমি কমিশনার জসিম উদ্দিনের সঞ্চালনায় অংশগ্রহণ করেন, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শাহীনুল ইসলাম মন্ডল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মীরা।

কর্মশালায় তামাকজনিত ক্ষতিকর প্রভাব, আইনগত দিক, তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা ও বিধান, তামাকজাত পণ্যের অপব্যবহার রোধে শুধু আইন থাকলেই হবে না, তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা, জনসচেতনতা বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

টিএইচ