রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

সিংড়ায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সিংড়ায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

নাটোরের সিংড়া উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে পাঁচজন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সিংড়া উপজেলা প্রশাসন ও নাটোর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. মাজহারুল ইসলাম। তিনি স্ব স্ব ইউনিয়নের পাঁচজন শারীরিক প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ। ইউএনও মাজহারুল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনযাত্রা সহজ করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এই হুইল চেয়ারগুলো তাদের চলাচলে যেমন সহায়ক হবে, তেমনি তাদের আত্মবিশ্বাসও বাড়াবে।

স্থানীয় প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপকারভোগী ও তাদের পরিবারের সদস্যরা।

টিএইচ