শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম নামের এক বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ির মৃত আ. সালাম তালুকদারের ছেলে। আব্দুর রহিমের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতের হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার বুকের ওপর একটি প্লাস ছিল।

নিহতের বড় ভাই আ.রব বলেন, আমার ভাই একজন বিদ্যুৎমিস্ত্রি। গত বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। শুক্রবার (১৮ এপ্রিল) লোক মারফত জানতে পারি আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে। পরে আমরা থানা পুলিশকে খবর দিই। আমাদের ধারণা, আমার ভাইকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।

নিহতের স্ত্রী লিপি বেগম বলেন, আমার স্বামী বিদ্যুতের কাজ করে সংসার চালাতেন। যারা আমার সন্তানদের এতিম করেছে আমরা তাদের বিচার চাই।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই আশরাফ জানান, মিজমিজি কালুহাজী রোড এলাকায় একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনি নিহতের হাত ও পায়ে চিহ্ন রয়েছে।

ঘটনাটি হত্যাকাণ্ড নাকি বিদ্যুৎস্পৃষ্টে হয়েছে তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

টিএইচ