রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post
রাঙ্গামাটি জেলা পরিষদ

স্বাস্থ্য বিভাগের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার দাবি

রাঙ্গামাটি প্রতিনিধি

স্বাস্থ্য বিভাগের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার দাবি

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ ও শিক্ষাবৃত্তি জনসংখ্যানুপাতে বন্টন এবং চলমান স্বাস্থ্য বিভাগের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার নেতারা। বৃহস্পতিবার (২৬ জুন) রাঙ্গামাটি শহরের স্থানীয় এক রেস্তোরাঁয় এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান, সহ সভাপতি মোহাম্মদ আজম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, সদস্য মো. হান্নানসহ নাগরিক পরিষদের জেলা কমিটির অন্য নেতারাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ যাত্রা শুরু হলেও তিন পার্বত্য জেলা পরিষদগুলো আগের বৈষম্যমূলক নিয়োগনীতি বহাল রেখেছে। সরকার ২০২৪ সালের ২৩ জুলাই প্রজ্ঞাপন জারি করে সকল নিয়োগে মেধা ও সংরক্ষিত কোটা ব্যবস্থা নিশ্চিত করলেও তা মানা হচ্ছে না।

টিএইচ