বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক স্লোগানকে সামনে রেখে শনিবার (২৮ জুন) হবিগঞ্জ জেলা যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে এক র্যালি ও আলোচনা সভা করেছেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ জিকে গউছ, জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ, সহসভাপতি কুহিনূর আলম, আমিনুল ইসলাম বাবুল, শারফিন চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু প্রমুখ।
জিকে গউছ, বলেন, বিগত সময়ে আওয়ামী ফ্যাসিস্টদের কবলে দেশ ও জাতী জিম্মি হয়ে পড়েছিল। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী কবল থেকে দেশ ও জাতী মুক্ত হয়ে নতুন একটি স্বাধীন দেশ রুপান্তর করেছে।
আগামীতে নিরপেক্ষ ভোটদানের মাধ্যমে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিগত সময়ে যারা ভোট দিতে পারে নাই, তাদের মনে আনন্দের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।