বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩৬ টন জিরা আমদানি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩৬ টন জিরা আমদানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সাড়ে ৩৬ টন জিরা আমদানি করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) জিরাভর্তি একটি ট্রাক আখাউড়া স্থলবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

আখাউড়া বন্দর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে এপ্রিল মাসে পৃথক ৪টি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে সাড়ে ৩৬ টন জিরা আমদানি করেছে। প্রতি কেজি জিরার আমদানি মূল্য সাড়ে ৩ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৪২৭ টাকা।

আখাউড়া কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে ৪টি ধাপে ভারত থেকে সাড়ে ৩৬ টন জিরা আমদানি করে চারটি আমদানিকারক প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান সারা এগ্রো এনিম্যাল সাড়ে ১২ টন জিরা ভারত থেকে আমদানি করে। বাকিগুলো তিনধাপে আমদানি করা হয়েছে।

পণ্যটি আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন মেসার্স আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আক্তার হোসেন।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে বন্দর দিয়ে পণ্য আমদানি অনিয়মিত। চলতি অর্থবছরের এপ্রিলে ৪ ধাপে ৩৬ টন জিরা আমদানি হয়। এর মাধ্যমে আবারও সচল হলো আমদানি বাণিজ্য।

টিএইচ