মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি স্বাভাবিক

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সোমবার (৩০ জুন) ভারতে রপ্তানির জন্য বিভিন্ন পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে আনা হয়েছে, বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে আসায় ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

ব্যবসায়ীরা জানায়, শাটডাউনের কারণে গত রোববার কোনো পণ্য ভারতে রপ্তানি করা হয়নি। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই সঙ্গে সরকারও রাজস্ব বঞ্চিত হয়েছে। তবে শাটডাউন প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের অর্থনীতিকে স্বছল রাখতে বন্দরগুলোকে আন্দোলনের আওতামুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানায়, সোমবার (৩০ জুন) সকাল থেকে ৩টি ট্রাকে করে ৬৬ টন আটা ও ২টি পিকআপে করে হিমায়িত মাছ রপ্তানির জন্য আনা হয়েছে। রপ্তানির বিভিন্ন কাগজপত্র স্বাক্ষরসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হচ্ছে।

এর আগে গত ২৮ জুন সারাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মীদের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ চললেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানায়, গত শনিবার যথারীতি ভারতে পণ্য রপ্তানি হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ২৩টি ট্রাকে করে ১৬০ টন মাছ এবং ৩টি ট্রাকে ৯০ টন ময়দা ভারতে রপ্তানি হয়েছে। স্থলবন্দরের ব্যবসায়ী নেসার আহমেদ ভূঁইয়া জানান, শাটডাউনের কারণে যেসব পণ্যের কাগজপত্র গত শুক্রবার সম্পন্ন ছিল, সেগুলোই গত শনিবার রপ্তানি করা হয়েছিল।

কিন্তু শাটডাউনের কারণে গত রোববার পুরোপুরি আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। একদিন বন্ধ থাকার পর ফের সোমবার থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়। তবে শাটডাউনে দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

টিএইচ