রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় কোটি টাকা মূল্যের তক্ষকসহ দুজন আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি  

আশুলিয়ায় কোটি টাকা মূল্যের তক্ষকসহ দুজন আটক

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করা একটি বিলুপ্তপ্রায় সরীসৃপ শ্রেণির কথিত কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ সময় এর সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়। 

গত বৃহস্পতিবার রাতে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকার তোফাজ্জল হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে তোফাজ্জল হোসেন ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বিনদগালা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে রেজাউল ইসলাম। তবে রেজাউল ওই এলাকায় একটি বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে বলে জানা যায়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে জানতে পারি একটি বিলুপ্তপ্রায় সরীসৃপ শ্রেণির কথিত কোটি টাকা মূল্যের তক্ষক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকার একটি বাড়িতে কয়েকজন অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে খাঁচার ভিতর বন্দী অবস্থায় একটি তক্ষকসহ দুজনকে আটক করা হয়। 

এদের মধ্যে তোফাজ্জল হোসেন তক্ষকটি বিক্রি ও রেজাউল ইসলাম ক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে জানায়। তবে তারা তক্ষকটি কোন এলাকা থেকে কিভাবে সংগ্রহ করেছে সে ব্যাপারে জানা যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই আবুল হাসান বলেন, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
 
টিএইচ