বুধবার, ০৯ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
The Daily Post

উখিয়ায় ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ায় ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

কক্সবাজার উখিয়ায় কামাল উদ্দিন (৪৭) নামে ইউপি সদস্য ও আ.লীগ নেতার গলা কাটা মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) উখিয়ার মনখালীতে এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত কামাল উদ্দিন উখিয়া ১নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, ইউপি সদস্য কামাল উদ্দিনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে কে বা কারা হত্যা করেছে এই সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টিএইচ