রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post
লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর

কলাপাড়ায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম

পটুয়াখালীর কলাপাড়ায় অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। পানির স্রোতে ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ। তলিয়ে রয়েছে ফসলি জমির বীজতলা। দেখা দিয়েছে গো খাদ্যের সংকট। উপজেলার লালুয়া, ধুলাসার, চম্পাপুর, ধানখালী, চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানের বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এদিকে, লঘুচাপের প্রভাবে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরের বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পরছে। সমুদ্রের ঢেউয়ের তাণ্ডব সইতে না পেরে অনেক মাছধরা ট্রলার উপকূলের নিকটবর্তী ফিরে এসেছে। বিভিন্ন নদীর পানি স্বাভাবিকের চেয়ে উচ্চতা বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। একইসঙ্গে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে ভোগান্তিতে পরেছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।

লালুয়া ইউনিয়নের রাজীব চৌকিদার জানান, হাসনাপাড়া গ্রামের মাঝের খেয়া স্থানের ভূমিহীন আশ্রয়কেন্দ্রের মানুষগুলো বেহাল অবস্থায় রয়েছে। সেখানকার ঘরগুলো অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ওখানের অনেকের উনুনে দুই পুরের রান্নার হাড়ি উঠেনি।

একই এলাকার মর্জিনা বেগম বলেন, তিনি বেড়িবাঁধের বাহিরে থাকেন। অতিরিক্ত জোয়ারের পানিতে তার ঘর তলিয়ে গেছে। তিনি এখন অসহায় অবস্থায় রয়েছেন বলে জানান।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রাসহ দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে।

টিএইচ