মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

কালিয়াকৈরে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

কালিয়াকৈরে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে শাহজাহান হোসেন নামে এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) কালিয়াকৈর পৌরসভার ১নং ওয়ার্ডের ছোট লতিফপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত শাহজাহান হোসেনের বাড়ি গাজীপুরের কাশিমপুর থানার এনায়েতপুর গ্রামে। তিনি হাবিবুর রহমানের ছেলে এবং স্থানীয় একটি কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান হোসেন স্ত্রী ও সন্তানকে নিয়ে ছোট লতিফপুর এলাকায় মশিউরের বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। পারিবারিক কলহ, বিশেষ করে স্ত্রীর পরকীয়ার কারণে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছিল।

গত রোববার রাতে স্ত্রী সেলভিয়ার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার (৪ আগস্ট) ভোরে সেলভিয়া ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় না পেয়ে পাশের কক্ষে যান।

সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহজাহানের মরদেহ দেখতে পান। তার কান্নাকাটিতে আশপাশের লোকজন ছুটে এলে পুলিশে খবর দেয়া হয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে প্রকৃত কারণ জানা যাবে।

টিএইচ