শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

কুমিল্লায় গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫৫ কেজি গাঁজা ও একটি অটোরিকশাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার পূর্ব ভাটপাড়া এলাকায় রাস্তার ওপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি অটোরিক্সা তল্লাশি করে  ৫৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার আসামি-মো. জহির, রনজিৎ চন্দ্র শীল, মো. ফয়সাল, আহসানুল হক আসামিরা উভয়ে থানা বুড়িচং, কুমিল্লার। 

ওই ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

টিএইচ