শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

কুড়িগ্রাম জেলা কারাগারে বাড়তি নিরাপত্তায় সেনা মোতায়েন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা কারাগারে বাড়তি নিরাপত্তায় সেনা মোতায়েন

কুড়িগ্রাম জেলা কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে কয়েদির সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি বাড়তি নিরাপত্তায় সেনাবাহিনীর টহল বাড়িয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন কারাগার এলাকা পরিদর্শন করে সেনা টহল বৃদ্ধি করেন।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে সৃষ্টি হয় অচল অবস্থা। কয়েদিদের নিরাপত্তা দিতে নিজেদেরই নিরাপত্তাহীনতায় ভোগে কারাগারের রক্ষীরা। বিভিন্ন স্থানের মতো কুড়িগ্রামের জেলখানায়ও তৈরি হয় নিরাপত্তা সংকট। এমন সংকট মুহূর্ত নিরসনে সহযোগিতায় এগিয়ে আসেন বাংলাদেশ সেনাবাহিনী।

অদ্যবধি কারারক্ষীদের সঙ্গে ৯ জন সেনা সদস্যরা চার শিফটে ২৪ ঘণ্টা  ভাগ হয়ে কারাগারের গেট থেকে শুরু করে ভিতরের সব জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করেন সেনাবাহিনী। সেই সঙ্গে জেলখানার ভিতরে নানা অনিয়ম দূর করার প্রয়াস চালান।

এ ব্যাপারে সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন  বলেন, ৫ আগস্টের পর দেশের কারাগারগুলো অরক্ষিত হয়ে পড়েছিলো বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতার সঙ্গে নিরাপত্তার ব্যবস্থা করেছে।

সেই সঙ্গে কারাগারের ভিতরের নানা অনিয়ম, খাবারের মান যাচাই, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সবদিকেই আমরা নজর রাখছি। এবং জেলার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণসহ মানুষের নিরাপত্তা বিধানে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছি।

এ জি মাহমুদ জেল সুপার বলেন, কারাগারের ভিতরের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও কারা ফটকের বাহিরের দিক সেনাবাহিনী দেখে। সেনাবাহিনী আমাদের নিরাপত্তার জন্য দরকার আছে। আমাদের প্রধান নির্ভরশীল এই মুহূর্তে সেনাবাহিনী। তাদের আমার লাগবে।

টিএইচ