বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২
The Daily Post

কুড়িগ্রামে দুর্যোগকালীন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ

কুড়িগ্রাম প্রতিনিধি  

কুড়িগ্রামে দুর্যোগকালীন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ

কুড়িগ্রামে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক  সাংবাদিক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা এতে অংশ নেন।

বুধবার (১৪ মে) বেসরকারি সাহায্য সংস্থা লাইট হাউজ টেরেডেস হোমস ফাউন্ডেশন সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন লাইট হাউজের প্রধান নির্বাহী মো. হারুন-অর- রশীদ।

এসময় বক্তব্য রাখেন, প্রোজেক্ট কো-অডিনটর জাহাঙ্গীর আলম, আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, জেন্ডার কম্পিলিয়ান্স অ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন, যোগাযোগ ও গণমাধ্যম বিশেষজ্ঞ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সৈয়দ আশরাফ উল ইসলাম প্রমুখ।

টিএইচ