বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Post

কুড়িগ্রামে প্রান্তিক শ্রমজীবীদের জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

কুড়িগ্রামে প্রান্তিক শ্রমজীবীদের জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার

কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পেশা ও শ্রমজীবী মানুষজন অংশ নেন।

বুধবার (২১ মে) সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে কুড়িগ্রাম সদর পৌর শহর সমাজসেবা কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তর, ঢাকা,  সহকারী পরিচালক মো. কামরুল হাসান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহা. হুমায়ূন কবির।

কুড়িগ্রাম শহর সমাজসেবা অফিসার মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন,  সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা  মনিরুজ্জামান, মো. শফিকুল ইসলাম, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী প্রমুখ।

সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেকার ও শ্রমজীবী নারী পুরুষের জন্য ১০টি সফট স্কিল ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা, আর্থিক সহযোগিতা প্রদান ও প্রকল্প বাস্তবায়নে জনমত ও পদক্ষেপ গ্রহণ করা হয়।

টিএইচ