কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পেশা ও শ্রমজীবী মানুষজন অংশ নেন।
বুধবার (২১ মে) সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে কুড়িগ্রাম সদর পৌর শহর সমাজসেবা কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তর, ঢাকা, সহকারী পরিচালক মো. কামরুল হাসান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহা. হুমায়ূন কবির।
কুড়িগ্রাম শহর সমাজসেবা অফিসার মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান, মো. শফিকুল ইসলাম, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী প্রমুখ।
সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেকার ও শ্রমজীবী নারী পুরুষের জন্য ১০টি সফট স্কিল ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা, আর্থিক সহযোগিতা প্রদান ও প্রকল্প বাস্তবায়নে জনমত ও পদক্ষেপ গ্রহণ করা হয়।
টিএইচ