মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

কোম্পানিগঞ্জে খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানিগঞ্জে খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াত শিবিরের সাত নেতাকর্মীর খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার বুসরহাট জিরো পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়েত ইসলামী এই কর্মসূচির আয়োজন করে।  

কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারেফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। প্রধান বক্তার বক্তব্য দেন, সাবেক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ঢাকা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত।  

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আ.লীগের নেতাকর্মীরা নির্মমভাবে জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে গুলি করে হত্যা করে। এই ফ্যাসিস্ট শক্তিকে এখন প্রতিহত করতে হবে। এ সময় বক্তারা সাত নেতাকর্মী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং গভীর শ্রদ্ধার সঙ্গে সাত শহীদকে স্মরণ করেন। 
 
সমাবেশে আরও বক্তব্য দেন, নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দীন ফারুক, মাওলানা সাইয়েদ আহমদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আলমগীর মুহাম্মদ ইউছুপ,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইসমাঈল হোসেন মানিক, কবিরহাট উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলন প্রমুখ।  

টিএইচ