রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

কয়রা সেতুতে নিম্নমানের প্লেসিং ব্লক বসানোর অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রা সেতুতে নিম্নমানের প্লেসিং ব্লক বসানোর অভিযোগ

সওজ খুলনার কয়রা সেতুর উত্তর ও দক্ষিণ পাশের সংযোগ সড়কের দুই পাশে নিম্নমানের প্লেসিং ব্লক বসানোর অভিযোগ পাওয়া গেছে। সেতু সংলগ্ন কয়রা নদীর লোনা পানি দিয়ে অধিকাংশ ব্লক তৈরি করা হয়েছে বলে স্থানীয়রা জানান। 

ব্লকগুলো তৈরিতে নিম্নমানের সিমেন্টের ব্যবহার, পরিমানে সিমেন্ট বালু কম দেয়াসহ বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়েছে ঠিকাদারের লোকজন। ফলে সদ্য তৈরি করা অমসৃন নিম্নমানের হাজারো ব্লক সড়কের দু’ধারে প্লেসিং সম্পন্ন করা হয়েছে। 

নিম্নমানের এ সকল ব্লকের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের মধ্যে। ৪ মাস আগে ব্লকগুলো যখন বসানো হয়েছিল তখন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছিল। 

এ সময় উপ সহকারী প্রকৌশলী মো. আজিম উদ্দিন আশ্বস্ত করেছিলেন নিম্নমানের অমসৃন ব্লক সরিয়ে কয়রা সেতুতে মানসম্মত নতুন ব্লক প্লেসিং করতে ঠিকাদার মোজাহার এন্টারপ্রাইজের লোকজনদের বলা হয়েছে। 

কিন্তু ৪ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ঠিকাদার একটি ব্লক পরিবর্তন করেনি। দায়সারাভাবে নিম্নমানের ব্লক প্লেসিং করায় সেতু সংলগ্ন এলাকার লোকজনের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে। 

এ ব্যাপারে সওজ খুলনার নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদের মোবাইল ফোনে রিং করা হলে ফোন রিসিভ করেননি।   

টিএইচ