রবিবার, ০৬ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
The Daily Post

গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

মেহেরপুরের গাংনী শহরের কবরস্থানপাড়া থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গাংনীস্থ ক্যাম্পের একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে।

গাংনী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, নিয়মিত একটি টহল দল কবরস্থান সড়ক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কিছু লোক দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পাইপগান টাইপের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন সেনাবাহিনীর টহল দলের সদস্যরা। উদ্ধার হওয়া অস্ত্রটি গাংনী থানায় জমা দেয়া হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানান, যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ