নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাহাদুরপাড়ার কাঁচা রাস্তায় বর্ষায় চলাচলের চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ সাত হাজারের বেশি জনসংখ্যা বিশিষ্ট এই গ্রামে স্বাধীনতার ৫৪ বছর পরেও রাস্তাটি পাকাকরণ হয়নি।
তবে এলাকাবাসীর এই দীর্ঘদিনের কষ্টের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরেজমিন পরিদর্শনে যান ইউএনও ফাহমিদা আফরোজ।
গত রোববার দুপুর দেড়টার দিকে কাদা মাখা রাস্তাটি তিনি নিজে হেঁটে পরিদর্শন করেন। ইউএনওর এই উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরিদর্শনের সময় ইউএনওর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া এবং পিআইও আমিনুর রশীদ।
এলাকাবাসী অভিযোগ করেন, রাজনৈতিক কোন্দলের কারণে বছরের পর বছর রাস্তাটি উন্নয়নের বাইরে থেকে গেছে। প্রতিটি নির্বাচনে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও কেউ তা বাস্তবায়ন করেননি। শিক্ষার্থী ও কৃষকসহ সাধারণ মানুষ প্রতিদিন এ রাস্তাটি দিয়ে গোমানী নদী পার হয়ে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং ফসলের মাঠে যাতায়াত করেন।
উপজেলা প্রকৌশলী মিলন মিয়া জানান, চলাচলের জন্য আপাতত রাস্তাটির তিনটি বেশি কাদা জমে থাকা জায়গায় বালু ও ইটের খোয়া ফেলে সাময়িক সমাধান করা হবে।
পরিদর্শন শেষে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, এই রাস্তার কষ্ট আমি নিজের চোখে দেখেছি। খুব দ্রুত দুই থেকে তিন মাসের মধ্যে রাস্তাটি পাকা ও টেকসইভাবে নির্মাণ করা হবে। একইসঙ্গে গোমানী নদীর ওপর সেতু নির্মাণ কাজও দ্রুত শুরু করার উদ্যোগ নেয়া হবে। এলাকাবাসী দ্রুত সড়ক ও ব্রিজ নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
টিএইচ