শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
The Daily Post

গোয়ালন্দে পদ্মার এক বোয়াল ৪৫ হাজার টাকায় বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দে পদ্মার এক বোয়াল ৪৫ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ১৮ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শনিবার (২৯ এপ্রিল) ভোররাতে দৌলতদিয়া ইউনিয়নের জাবেদ ডাক্তারের গ্রাম এলাকার জেলে আক্কাস হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে জেলে আক্কাস হাওলাদার মাছটি সকাল সাড়ে ৬ টার দিকে দৌলতদিয়া ঘাট বাইপাস সড়কের পাশে অবস্থিত রওশন মৎস আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে সেখানে উন্মুক্ত নিলামে ২৪০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ১২০ টাকায় শাকিল-সোহান মৎস আড়তের মালিক সম্রাট শাহজাহান মাছটি কিনে নেন।

মাছটি কিনে তিনি জানান, বেশি লাভের আশায় মাছটি ৪৫ হাজার ১২০ টাকায় কিনে নিয়েছি মাছটি এখন ৫ নং ফেরিঘাটের পন্টুনে রশি দিয়ে বেধে নদীতে রাখা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সঙ্গে আলোচনা চলছে। দরদাম ঠিক হলে মাছটি বিক্রি করবো। 

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু নাব্যতা সঙ্কটের কারণে বড় বড় পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় প্রজাতির মাছগুলো বেশি ধরা পড়ছে। যে কারণে মাছের বংশ বিস্তারও কমে যাচ্ছে। 

এ মাছগুলোর জন্য স্থায়ী অভয়াশ্রম করা গেলে মাছের বংশ বিস্তার বৃদ্ধিসহ এমন অসংখ্য মাছ নদীতে পাওয়া যেতো। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে বলে জানান এই মৎস কর্মকর্তা।

টিএইচ