বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

ঘাটাইলে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি  

ঘাটাইলে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হূদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত দরিদ্র রোগীদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্ম মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমানুর রহমান খান রানা এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগী ও তাদের স্বজনদের হাতে চেক তুলে দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুজ্জামান মাহমুদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ১৭ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।

টিএইচ