বুধবার, ১৫ মে, ২০২৪
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

ঘোড়াঘাটে স্বামীর মারপিটে স্ত্রীর মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি 

ঘোড়াঘাটে স্বামীর মারপিটে স্ত্রীর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে স্বামীর মারপিটে মনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যায় ঘাতক স্বামী। 

গত শুক্রবার রাতে উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার (১৩ মে) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। নিহত মনিরা খাতুন দেওগ্রাম-ভূতগাড়ী গ্রামের আব্দুল মমিনের মেয়ে। অপরদিকে ঘাতক স্বামী সাখাওয়াত মিয়া (৩২) নারায়নপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৭ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় মনিরা খাতুন ও সাখাওয়াত মিয়ার। তাদের ৪ বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। তাদের মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দ্বন্দ্ব চলছিল। এনিয়ে একাধিবার গ্রামে শালিস-বিচার হয়েছে। গত শুক্রবার রাতে এই দম্পতির মধ্যে নতুন করে ঝগড়া শুরু হয়। 

ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে মারপিট করে স্বামী সাখাওয়াত। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় মনিরা খাতুন। পরে প্রতিবেশীরা তাকে জ্ঞানহারা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া আফরিন বলেন, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার কপালে আঘাতের চিহ্ন ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তার শরীরের ভেতরে রক্তক্ষরণ হয়েছে। সে কারণে তার মৃত্যু হয়েছে।’

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতের স্বামী পলাতক আছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা আছে। তবে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।’

টিএইচ