বুধবার, ২৩ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২
The Daily Post

চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত অন্তত ২০

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত অন্তত ২০

চট্টগ্রামের চকবাজার এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রাতভর সংঘর্ষে কমপক্ষে তিনজন গুলিবিদ্ধ ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এ সহিংসতা থানা চত্বরে মারামারি থেকে রাস্তায় গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী কঠোর অবস্থান নেয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংঘর্ষের সূচনায় রয়েছে এক যুবককে নিয়ে বিভ্রান্তি। ছাত্রদলের দাবি, ওই যুবক ছাত্রলীগের কর্মী। অন্যদিকে, ছাত্রশিবিরের দাবি- তিনি ছিলেন ‍‍`জুলাই যোদ্ধা‍‍` নামে পরিচিত একজন কর্মী।

ছাত্রদল তাকে পুলিশের কাছে সোপর্দ করলে, ছাত্রশিবির বাধা দেয়। এ নিয়ে চকবাজার থানায় উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ গোলজার মোড়ে বিস্তৃত হয়ে পড়ে।

ছাত্রদলের অভিযোগ, থানায় আটকে থাকা ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে শিবির ও জামায়াতপন্থী নেতারা তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে ছাত্রশিবিরের বক্তব্য, এক ‍‍`জুলাই যোদ্ধাকে‍‍` চাঁদাবাজির মিথ্যা অভিযোগে ধরিয়ে দিয়ে ছাত্রদল ও যুবদল যৌথভাবে তাদের ওপর হামলা চালিয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, ‘পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এদিকে ছাত্রদল আজ মঙ্গলবার বিকেল ৩টায় কাতালগঞ্জ বৌদ্ধমন্দিরের সামনে থেকে ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে।

টিএইচ