মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

চট্টগ্রাম দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে খুলশী থানাধীন ওয়াসার মোড়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খাঁন খলিলুর রহমান বলেন, ‘ওয়াসার মোড়ে পাশাপাশি থাকা দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। কে বা কারা বাস দুটিতে আগুন দিয়েছে, তা জানি না। খবর পেয়ে রাত ১১টার দিকে আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০-৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ওয়াসার মোড়ে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাত সাড়ে ৭টার দিকে বাদুরতলা এলাকায় টিসিবির একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। যদিও আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা হয়। 

টিএইচ