বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের চার কর্মকর্তা, হবিগঞ্জের বাহুবলে দুজন, ফরিদপুরে এক যুবক, কুষ্টিয়ার কুমারখালীতে একজনসহ মোট আটজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
দিনাজপুর : রংপুরে ট্রেনিংয়ে যাওয়ার পথে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের চার কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) দিনাজপুর জেলার বীরগঞ্জের বাবলু ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, ঠাকুরগাঁও অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী, সহকারী অডিটর ও ইমরুল হোসেন, দেলোয়ার হোসেন এবং গাড়িচালক মানিক হোসেন।
আহতরা হলেন, ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার মিজানুর রহমান সরকার, আল মামুন ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে কর্মরত ৭ জন নোয়া মাইক্রোবাসে করে ট্রেনিংয়ের জন্য রংপুর যাচ্ছিলেন। দিনাজপুরের বীরগঞ্জের বাবলুর ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ওসি সারওয়ার আলম খান বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁওয়ের। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন।
ওসি আরও বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনাটি দিনাজপুরের বীরগঞ্জ থানায় পড়েছে। বীরগঞ্জ থানা পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার (১৯ মে) উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, উপজেলার চারগাঁও এলাকায় সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ দুজন নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। হাইওয়ে পুলিশ সূত্রে জানাগেছে, গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার বাগাট ব্রিজ এলাকায় মহাসড়কে মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য ফরিদপুর সিআইডি পুলিশের সহায়তায় কাজ চলছে। শনাক্তের পর মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন গাড়ির চাকায় পিষ্ট হয়ে মরদেহটি ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ব্যবহূত এক জোড়া জুতা, যা থেকে পরিচয় শনাক্তে সহায়তা পাওয়ার আশা করছে পুলিশ। বর্তমানে মরদেহটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে বাস, মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির নাম সুরুজ আলী। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকার শফিকু্ল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের একটি ফার্মেসিতে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসকড় দিয়ে কুমারখালী থেকে কুষ্টিয়ামুখে মোটরসাইকেল যোগে সুরুজ নামের এক যুবক একটি ইট বোঝায় ট্রাক্টরকে ওভারটেক করে দ্রুত আসার সময় কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেলসহ সুরুজ ছিটকে ট্রাক্টরের নিচে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকা তার বুকের ওপর ওঠে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সুরুজ।
সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের ওপর রাখা রয়েছে ইট বোঝায় ট্রাক্টরের নিচে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি। উৎসুক জনতা ভিড় করেছে। পুলিশ ট্রাক্টরের নিচ থেকে মোটরসাইকেলটি বের করছেন। নিহত সুরুজের ছোট ভাই সবিজ হোসেন বলেন, ভাই একটি ফার্মেসিতে কাজ করেন। বন্ধুর সঙ্গে দেখা করতে কুমারখালী এসেছিল।
কুষ্টিয়ায় কর্মস্থলে ফেরার পথে বাস, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন। অবৈধ ট্রাক্টর মহাসড়কে না চললে এ দুর্ঘটনা ঘটত না। আমি বিচার চেয়ে মামলা করব। কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়দেব কুমার সরকার বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টিএইচ