কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটির চায়না প্রতিনিধি দল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। বুধবার (৯ এপ্রিল) প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরে পৌঁছালে তাদের স্বাগত জানান, ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা।
পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্যের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. মো. বজলুর রহমান।
এসময় পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো. আব্দুর রশীদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, এনডব্লিউএএফইউ ইউনিভার্সিটির ভাইস ডিন, কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, মিসেস কাং জিলে; ভাইস ডিন, কলেজ অব ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, এনডব্লিউএএফইউ, মি. হুয়াং লুয়েন; ভাইস ডিন, কলেজ অব ইকোনোমিক এন্ড ম্যানেজমেন্ট, এনডব্লিউএএফইউ, মিসেস ওয়াং হংমেই; কলেজ অব অ্যানিমেল সাইন্স এন্ড টেকনোলজি, এনডব্লিউএএফইউ, প্রফেসর আন জিয়াওপেং এবং কলেজ অব ন্যাচারাল রিসোর্স এন্ড এনভায়রনমেন্ট, এনডব্লিউএএফইউ, প্রফেসর ফ্যান লিচাও উপস্থিত ছিলেন।
এছাড়াও বারির বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধি দল বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।
টিএইচ