শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

চায়না প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি

চায়না প্রতিনিধি দলের বারি পরিদর্শন

কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটির চায়না প্রতিনিধি দল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। বুধবার (৯ এপ্রিল) প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরে পৌঁছালে তাদের স্বাগত জানান, ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা।

পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্যের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. মো. বজলুর রহমান।

এসময় পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো. আব্দুর রশীদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, এনডব্লিউএএফইউ ইউনিভার্সিটির ভাইস ডিন, কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, মিসেস কাং জিলে;  ভাইস ডিন, কলেজ অব ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, এনডব্লিউএএফইউ, মি. হুয়াং লুয়েন; ভাইস ডিন, কলেজ অব ইকোনোমিক এন্ড ম্যানেজমেন্ট, এনডব্লিউএএফইউ, মিসেস ওয়াং হংমেই; কলেজ অব অ্যানিমেল সাইন্স এন্ড টেকনোলজি, এনডব্লিউএএফইউ, প্রফেসর আন জিয়াওপেং এবং কলেজ অব ন্যাচারাল রিসোর্স এন্ড এনভায়রনমেন্ট, এনডব্লিউএএফইউ, প্রফেসর ফ্যান লিচাও উপস্থিত ছিলেন।

এছাড়াও বারির বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধি দল বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।

টিএইচ