কুড়িগ্রামের চিলমারীতে অভ্যন্তরীণ বেরো ধান-চাল সংগ্রহ চলতি বছরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানে প্রধান অতিথি থেকে চিলমারী খাদ্যগুদামে ফিতা কেটে চাল সংগ্রহের উদ্বোধন করেন চিলমারী ইউএনও সবুজ কুমার বসাক।
জানা গেছে, প্রতিবছরের ন্যায় এ বছর কুড়িগ্রামের চিলমারীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ৪৭৭ টন ধান, ১৪৪১ টন চাল বরাদ্দ হয়। বোরো ধানের সরকারি মূল্য প্রতি কেজি ৩৬ টাকা ও চালের মূল্য প্রতি কেজি ৪৯ টাকা নির্ধারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসু মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আমজাদ হোসেন, চিলমারী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাহেব আলী, উপজেলা চালকল সমিতির আলহাজ্ব হাফিজুর রহমানসহ অন্যরা।
টিএইচ