শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

চুয়াডাঙ্গায় অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি  

চুয়াডাঙ্গায় অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা

‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ১৮তম অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চুয়াডাঙ্গার যৌথ আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আসলাম হোসেন অর্ক।  

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধি, স্নায়ু বৈচিত্র্যকে মূল্যায়ন এবং সমাজে সবার সম-অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সামাজিকভাবে আমরা সকলে একে অপরের কাছে গুরুত্ববহ হয়ে থাকবো আজ্ঞাবহ হয়ে থাকবো না।  

পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে উপকারভোগীদের মধ্যে ট্রাই-সাইকেল বিতরণ করেন।

টিএইচ