বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Post

চৌগাছায় একদিনে দুই আত্মহত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছায় একদিনে দুই আত্মহত্যা

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নে একদিনে একজন তরুণী ও একজন বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২০ মে) উপজেলার দৌলতপুর গ্রামে আনোয়ার হোসেনের মেয়ে পায়েল আক্তার নিজ কক্ষের সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন পায়েল। দীর্ঘক্ষণ দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত বিষয়ে পারিবারিক কলহ থেকেই এই আত্মহননের পথ বেছে নিয়েছেন পায়েল।

অন্যদিকে, একই ইউনিয়নের বল্লভপুর গ্রামে সকালে আত্মহত্যা করেন বদর উদ্দিন (৭০)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। দরিদ্রতার কারণে সঠিক চিকিৎসা না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে বাড়ির পেছনের বাঁশবাগানে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয়রা জানান, বদর উদ্দিন এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দুটি ঘটনাতেই চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, উভয় ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

টিএইচ