শনিবার, ০৩ মে, ২০২৫
ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
The Daily Post

ছাতকে মদসহ দুই কারবারি আটক

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতকে মদসহ দুই কারবারি আটক

ছাতকে ভারতীয় এসি ব্ল্যাক ৩৪ বোতল মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ছাতক-দোয়ারাবাজার সড়কের বারকাহন এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে মদসহ দুই মাদক কারবারিকে আটক ও তাদের ব্যবহূত একটি নাম্বারবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ছাতক থানার এসআই মো. সিকান্দর আলীর নেতৃত্বে পুলিশ চেকপোস্ট বসিয়ে মাদক কারবারি মোহাম্মদ আলী ও রহমত আলীকে ৩৪ বোতল মদসহ আটক করা হয়।

আটক মোহাম্মদ আলী দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের কালাপশি গ্রামের আব্দুল করিমের পুত্র ও রহমত আলী ছাতকের নোয়ারাই ইউনিয়নের দক্ষিণ কুপিয়া গ্রামের মঙ্গল মিয়ার পুত্র।

পুলিশ জানিয়েছে, ৩৪ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদের মূল্য ৩৪ হাজার টাকা ও জব্দকৃত মোটরসাইকেলের মূল্য অনুমান ১ লাখ ২৫ হাজার টাকা হবে। আটক দুজনের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন এসআই মো. সিকান্দর আলী। ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ, দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

টিএইচ