শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

ঝালকাঠিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও র্যালি

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও র্যালি

বিশ্বব্যাপী পালিত হচ্ছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। এর অংশ হিসেবে ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো জলবায়ু যোদ্ধাদের অংশগ্রহণে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও র্যালি।

শুক্রবার (১১ এপ্রিল) ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে আয়োজক সংগঠন ফ্রাইডেস ফর ফিউচারের তত্ত্বাবধায়নে  ঝালকাঠি ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) নেতৃত্বে সহযোগী সংগঠন ব্রাইর্টাস, ইয়ুথ নেট গ্লোবাল এবং স্থানীয় যুব সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনটি শুরু হয় প্রেস ক্লাবের সম্মুখে জলবায়ু যোদ্ধাদের নিয়ে সমাবেশ ও প্রেস কনফারেন্স দিয়ে। এরপর স্লোগান ও প্ল্যাকার্ড হাতে জলবায়ু কর্মীরা একটি র্যালি নিয়ে প্রেস ক্লাব থেকে যাত্রা শুরু করে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এসময়  সনাক সভাপতি সত্যবান সেনগুপ্ত, ইয়ুথ নেট গ্লোবাল জেলা সমন্বয় কারী সাজিদ মাহামুদ, স্নিগ্ধা ভৌমিক, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্টের বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মো. শাকিল হাওলাদার রনিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে বক্তব্য  দেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং টিমের আহ্বায়ক ও ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এর  সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি।

টিএইচ