বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ নিহত

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পরে আব্দুল বাতেন (৫০) নামে এক রেলওয়ে পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল বাতেন সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার বাসুরিয়া খান বাড়ি এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, নিহত আব্দুল বাতেন সকাল থেকে টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় সাদা পোশাকে কর্মরত ছিলেন। এসময় তিনি শারীরিক অসুস্থতা বোধ করায় চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পরে ট্রেনে কাটা পরেন।

পরে স্থানীয়দের সহায়তায় রেলওয়ে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির সহকারী উপ পরিদর্শক কামাল হোসেন বলেন, নিহত আব্দুল বাতেনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএইচ