বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

টাঙ্গাইলে ত্রি-বার্ষিক সম্মেলনের দীর্ঘ ৯ মাস পর গত সোমবার জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এর আগে গত বছরের ৭ নভেম্বর টাঙ্গাইল স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফারুককে সভাপতি ও অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এরপর থেকে বিগত ৯ মাস দলের সাংগঠনিক কর্মকাণ্ড আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট কমিটির নেতৃত্বে পরিচালিত হয়েছে।

সম্মেলনের দীর্ঘ ৯ মাস পর গত সোমবার জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। আওয়ামী লীগের সভাপতির নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি ১১ জন। 

তারা হলেন— বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামছুল হক মিয়া, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আনিস, মো. ছানোয়ার হোসেন এমপি, ডা. কামরুল হাসান খান, নাহার আহমদ, শাহজাহান আনছারী, মো. কুদরত-ই-এলাহী খান, বাপ্পু সিদ্দিকী, তারেক শামস্ খান হিমু ও ইনসাফ আলী ওসমানী। 

কমিটির তিন জন যুগ্ম-সাধারণ সম্পাদকরা হলেন— সুভাষ চন্দ্র সাহা, তানভীর হাসান ছোট মনির এমপি ও মির্জা মইনুল হোসেন লিণ্টু। কমিটির আইনবিষয়ক সম্পাদক এস আকবর খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু নাসের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হুদা নবীন, দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মিয়া (চান মিয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউর রহমান চঞ্চল, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক এহসানুল ইসলাম আজাদ (সর্দার আজাদ), শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসীন সিকদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু এমপি, শ্রম সম্পাদক ওয়াজির হাসান খান শরীফ হাজারী, সাংস্কৃতিক সম্পাদক এলেন মল্লিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আনম বজলুর রহিম রিপন।

তিনজন সাংগঠনিক সম্পাদকরা হলেন— জামিলুর রহমান মিরন, সাইফুজ্জামান খান সোহেল ও খান আহমেদ শুভ এমপি। কমিটির উপদপ্তর সম্পাদক অধ্যক্ষ আনন্দ মোহন দে, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহিম, কোষাধ্যক্ষ বাহারুল ইসলাম তালুকদার মিণ্টু। অনুমোদিত জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির ৩৫ জন সদস্য রয়েছেন।

গত সোমবার সন্ধ্যায় পূর্ণাঙ্গ কমিটির খবর টাঙ্গাইলে পৌঁছলে নেতাকর্মীরা আনন্দে মেতে ওঠে। শহরে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় ও নিজেদের মধ্যে মিষ্টি বিতরণের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নানা ধরনের পোস্ট দেয়।

টিএইচ