ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশলের (এলজিইডি) জেলা অভিযোগ নিরসন কমিটির (ডিজিআরসি) সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ডিজিআরসির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সরকার প্রকৌশল ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী ও ডিজিআরসির আহ্বায়ক মোহাম্মদ মামুন বিশ্বাসের সভাপতিত্বে সিনিয়র সহকারী প্রকৌশলী শফিউল আলম, সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন সৌরভ অংশ গ্রহণ করেন। এসময় কমিটির সদস্য সচিবসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন প্রোগ্রাম ফর সাপর্টিং রুরাল ব্রিজ (এসইউপিআরবি) এর অ্যাডভোকেসি কাউন্সিলর নাজমিন বেগম স্নিগ্ধা। ডিজিআরসির ব্যাপক প্রচারণার মাধ্যমে ডিজিআরসিকে সক্রিয় করণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডি ঠাকুরগাঁওয়ের জেলা অভিযোগ নিরসন কমিটি বা ডিজিআরসির এ সভা পরিচালনার মাধ্যমে বিগত সময়ের চেয়ে বর্তমানে জেলার নানা উন্নয়ন মূলক কাজসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শহরের অভ্যন্তরীণ ভৌত অবকাঠামো উন্নয়ন এবং এসব অবকাঠামো রক্ষণাবেক্ষণে জোড়ালো ভূমিকা রাখছে ঠাকুরগাঁও এলজিইডি।
টিএইচ