বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

ডেঙ্গুতে আতঙ্ক নয়, চাই সচেতনতা : বাবর

চট্টগ্রাম ব্যুরো

ডেঙ্গুতে আতঙ্ক নয়, চাই সচেতনতা : বাবর

স্বপ্নযাত্রা সংগঠন কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী কার্যক্রমের ধারাবাহিকতায় নগরীর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গরিব এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫০০টি মশারি বিতরণ এবং চট্টগ্রাম নগরীর রেলওয়ে স্টেশনে জনসাধারণের নিকট ডেঙ্গু জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আ.লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। প্রধান অতিথির বক্তব্যে বাবর বলেন- ডেঙ্গুতে আতঙ্ক নয়, চাই সচেতনতা। ডেঙ্গু ভাইরাসজনিত একটি জ্বর। 

এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর ছড়ায় ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে তাই আতঙ্কিত না হয়ে প্রত্যেকে জনসচেতনতা বৃদ্ধি করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। যেখানে স্বচ্ছ পানি জমা থাকে সেখানে এডিস মশা বংশ বৃদ্ধি করে, যেমন ফুলের টব, ডাবের খোসা, এসির জমা থাকা পানি থেকে এডিস মশার জন্ম হয়। তাই আমাদের বাড়ি, বাসার আশেপাশে স্বচ্ছ পানি জমা থাকার জন্য সচেতন থাকতে হবে। 

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নযাত্রা সংগঠনের সভাপতি সাজমিন কণিক, সঞ্চালনায় ছিলেন স্বপ্নযাত্রা সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিব উদ্দিন রকি, আরো উপস্থিত ছিলেন পাহাড়তলী  থানা আ.লীগ নেতা মমিনুল হক মুমিন, নগরের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ দেলোয়ার, এস এম হোসাইন তুষার প্রমুখ। 

টিএইচ