শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
The Daily Post

তিতাসের বলরামপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

তিতাসের বলরামপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল

কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলওয়াত পাঠের মাধ্যমে শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার গাজীপুর খান বহুমুখী মডেল সরকারি হাইস্কুল এন্ড কলেজ মাঠে বলরামপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওসমান গনি ভূইয়া।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম-আহ্বায়ক ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান, মাহবুব আলম সরকার, কাজী কবির হোসেন সেন্টু, আক্তার ব্যাপারী প্রমুখ।

কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন, মোজাম্মেল হক মজনু পাঠান, মনিরুজ্জামান ভূইয়া ও মো.জাহাঙ্গীর আলম মুন্সি।

সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেন মো. নজরুল ইসলাম, তোফায়েল হোসেন তপন ভূইয়া, মো. হেলাল উদ্দিন ভূইয়া, আবদুর রহিম ভূইয়া, এম এ ছাত্তার ও মো.বাবুল হোসেন।

দুটি পদে একাধিক প্রার্থী থাকায় এবং কোন প্রকার সমঝোতা না হওয়ায় দু’টি পদে কাউকে নির্বাচিত করা সম্ভব হয়নি। সব প্রার্থী উপজেলা নেতাকে দায়িত্ব দিয়েছেন তারা যাকে যোগ্য মনে করেন তাদের সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষণা করবেন। এই বিষয়ে কারো কোনো আপত্তি থাকবে না।

টিএইচ