সোমবার, ১১ আগস্ট, ২০২৫
ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
The Daily Post

থানচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের আহ্বানে বান্দরবানের থানচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন সমপ্রদায়ের নারী পুরুষের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বকুলি মারমা সভাপতিত্বে টাউন হলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আদিবাসী জনগণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুব নেতা রেইংচিং ম্রো, যুব নেতা সিংওয়াইমং মারমা, শিক্ষক বেনেডিক ত্রিপুরা, সাবেক রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা, এনজিও কর্মী অন্তর খিয়াং, ছোট মদক মৌজার হেডম্যান শিমন ত্রিপুরা, সাংবাদিক মংবোওয়াংচিং মারমা অনুপম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ প্রমুখ।

এসময় বিভিন্ন সমপ্রদায়ের নারীরা নিজস্ব সংস্কৃতিতে নাচ গান পরিবেশন করা হয়।

টিএইচ