শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

দখলদার ইসরায়েলিদের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী)

দখলদার ইসরায়েলিদের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নীলফামারী সৈয়দপুরে বিক্ষোভে ফেটে পড়েন শহরের সর্বস্তরের জনগণ।

আজ শুক্রবার  (১১ এপ্রিল) দুপুর ২ টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ আদায়ের পর শহরের বাংলা হাই স্কুল মাঠে সমবেত হন ধর্মপ্রাণ মুসলমানেরা । সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে শহরের পাঁচমাথা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে ধর্মপ্রাণ মুসলমানেরা  ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’; ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’; ‘দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো’; ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’; ‘ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে’; ‘বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মুহূর্তেই শহরের বাতাস গর্জে ওঠে ধর্মীয় স্লোগানে।

স্থানীয় ওলামায়ে কেরাম ও ইয়ুথ ফাউন্ডেশনের ডাকে সাড়া দিয়ে উক্ত সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে।

শুধু গাজাবাসী নয়, মূলত বিশ্বমানবতাই আজ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। ফিলিস্তিনের বেলায় আর তার মানবতার ছবক আসে না। বিশ্ব মানবতার এ দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো মূল্যে ফিলিস্তিনকে ওই দখলদার ইসরায়েলের হাত থেকে মুক্ত করতে হবে।
সমাবেশ শেষে ফিলিস্তিনের স্বাধীনতা ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

টিএইচ