শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

দামুড়হুদায় ট্রাক্টর চাপায় মাদ্রাসাশিক্ষক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দামুড়হুদায় ট্রাক্টর চাপায় মাদ্রাসাশিক্ষক নিহত

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায়  মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কুনিয়া চাঁদপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার  সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শামসুল আলম (৬০) কাটাখালি (মুক্তারপুর এবং কোমরপুর গ্রামের মাঝামাঝি স্থান) ইটভাটা সংলগ্ন রাস্তায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দামুড়হুদা থানার ওসি হুমায়ুন কবীর বলেন ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছে। মরহুমের লাশ তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই মাদ্রাসা শিক্ষকের বাড়ি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে। তার বাবার নাম মৃত নেছারউদ্দিন।

কুনিয়া চাঁদপুর দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী দৈনিক আমার সংবাদ পত্রিকার সার্কুলেশন বিভাগের সহকারী ম্যানেজার আকরাম হোসেন মাদ্রাসাশিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন এই গুণী শিক্ষকের হাত ধরেই আমি এই প্রতিষ্ঠান থেকে দাখিল পাস করেছিলাম।

টিএইচ