শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

দিনাজপুরের কোতয়ালী থানায় মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কোতয়ালী থানায় মতবিনিময় সভা

পল্লীশ্রী সংগঠনের প্রোমোটিং অপরচুনিটি ফর ওমেন ইমপাওয়ারম্যান্ড প্রকল্পের আয়োজনে এবং দাতা সংগঠন ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের সহযোগিতায় বুধবার (৯ এপ্রিল) দিনাজপুর কোতয়ালী থানার হলরুমে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই মতবিনিময় সভায় দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোতয়ালী থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান, বালুবাড়ী থানা ইনচার্জ মো. বাবর আলী, কোতয়ালী থানা ইন্সপেক্টর (অপস্) আব্দুল হাই, পল্লীশ্রীর প্রোগ্রাম অফিসার শাহাজাদী শিরিন, পল্লীশ্রীর প্রোগ্রাম ফ্যাসিলিটেটর কৃষ্ণা দাস, ৯নং আস্করপুর সিবিও প্রধান রেহানা, ১নং চেহেল গাজী ইউনিয়নের মাঝাডাঙ্গা সিবিও প্রধান সবুরাসহ দিনাজপুর কোতয়ালী থানার পুলিশ কর্মকর্তারা।

এসময় কোতয়লী থানার ওসি মো. মতিউর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজে পুলিশের ব্যাপক ভূমিকা রয়েছে। কিন্তু আমরা আমাদের দায়িত্বে থাকা অবস্থায় অনেক সময় নিরুপায় হয়ে থাকি।

সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকার কারণে কিছু নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে কোন অভিযোগ না করার কারণে অপরাধীরা পার পেয়ে যায় এবং পরবর্তীতে এই অপরাধীরা একই অপরাধ অন্য স্থানে করে থাকে। অনেক সময় অভিযোগ করার পরে অভিযোগকারী নিজেরাই মীমাংসা করে ফেলে।

কিন্তু এই কারণে আইনের মাধ্যমে তাদের বিচার করা আর সম্ভব হয় না, মাঝপথে গিয়ে সেই বিচারকার্য বন্ধ হয়ে যায়। এজন্য পুলিশ বিভাগের পাশাপাশি দেশের সব নাগরিক আছেন যে যার স্থান থেকে নারী ও শিশু নির্যাতনের প্রতি জোরদার ভূমিকা পালন করলে দেশে আর কোন প্রকার নারী ও শিশু নির্যাতন থাকবে না বলে আমি আশাবাদী।

টিএইচ