বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় থেকে দেশের যেকোনো ক্রান্তিলগ্নে জিয়া পরিবার সবসময় দেশের মানুষের সঙ্গে আছে।
বেসরকারি শিক্ষকদের বেতন ভাতাসহ অন্য সুবিধা প্রদানে জিয়া পরিবারের অবদান সবচেয়ে বেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে ক্ষমতা গ্রহণের পর সর্বপ্রথম শিক্ষকদের বেতন ৪০% বৃদ্ধি করেন। ২ বছর পরে ৫০% বেতন বৃদ্ধি করেন।
পরবর্তীতে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা গ্রহণ করে ৮০% বাড়ান এবং ২০০৬ সালে নির্বাচিত হওয়ার পর শিক্ষক কর্মচারীদের বেতন শতভাগ চালু করেন যা বর্তমানে শিক্ষকরা পাচ্ছেন। শনিবার (২১ জুন) নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
মাধ্যমিক শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি নাটোর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক হয়বতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমানের সঞ্চালনায় শিক্ষক সমাবেশে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিনসহ শিক্ষক সংগঠনের নেতা ও সাধারণ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
টিএইচ