বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

ধুনটে বৈদ্যুতিক তারে জড়িয়ে একজনের মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে বৈদ্যুতিক তারে জড়িয়ে একজনের মৃত্যু

বগুড়ার ধুনটে বিদ্যুতের হাই ভোল্টেজ তারে জড়িয়ে রহিম বক্স (৬৫) নামের এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জেল হোসেন (২৬) নামের আরেক যুবকের অবস্থা আশঙ্কাজনক। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিম বক্স ওই এলাকার চরপাড়া খাদুলির মৃত মোরা বক্সের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর ইউনিয়নের ওই গ্রামের নুর ইসলামের ছেলে জেল হোসেনেরর বাড়িতে টিউবওয়েল মেরামতের জন্য যায় রহিম বক্স। 

মিস্ত্রি রহিম বক্স ও টিউবওয়েল মালিক দুজন মিলে পাইপের ভেতরে থাকা লোহার রড উপরের দিকে তুলতে যায়। তখন বাড়ির ভেতর দিয়ে টানানো বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানতাবশত রডের সংযোগ হওয়া মাত্রই দুজনেই বিদ্যুতায়িত হয়ে পাশে ছিটকে পড়ে। 

বিকট শব্দের কারণে প্রতিবেশীরা সেখানে তাৎক্ষণিক আসে এবং দুজনকেই আশঙ্কাজনক দেখতে পায়। তারা দ্রুত তাদের হাসপাতালে আনার প্রস্তুতি নিলে ঘটনাস্থলেই রহিম বক্সের মৃত্যু হয়। পরে আশঙ্গাজনক অবস্থায় জেল হোসেনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা রেফার্ড করা হয় বলে জানা যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।

টিএইচ