শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

নবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটায় জরিমানা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটায় জরিমানা

দিনাজপুরের নবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে দুটি ইটভাটা থেকে ১লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকার সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) আব্দুল্যা আল মামুনের নেতৃত্বে অভিযান দল দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া ও পরিদর্শক প্রভাতি রানী উপস্থিত ছিলন।

অভিযানে হরিপুর খলিশাগাড়ী এম এম ব্রিকসের মোজাম্মেল হকের নিকট  থেকে ১ লাখ টাকা ও হরিপুরের এস এন এম ব্রিকসের শফিকুল ইসলামের নিকট থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইট প্রস্তুত আইনে বিভিন্ন ধারায় ওই জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিস।

টিএইচ