নাটোরে মাদ্রাসার একটি কক্ষ থেকে মক্তব বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) বড়হরিশপুরের কান্দিভিটা এলাকার আল জামিয়াতুল নূরানিয়া কান্দিভিটা মাদ্রাসা থেকে মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরন করে পুলিশ।
নিহত শিক্ষার্থী সিয়াম হোসেন নওগাঁ জেলার মান্দা থানার চেরাকপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান জানান, সকালে সিয়ামকে না পেয়ে শিক্ষকরা চারদিকে খোঁজাখুজি শুরু করে। এসময় মাদ্রাসার তৃতীয় তলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় দড়ি লাগানো অবস্থায় সিয়ামকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এ কর্মকর্তা।
টিএইচ