বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Post

নাটোরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি

নাটোর প্রতিনিধি

নাটোরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে নাটোরের দ্বিতীয় দিনের মত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা অলস সময় পার করে।

আন্দোলনকারী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো, পরামর্শক কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি।

এর আগে ৫ থেকে ১৫মে পর্যন্ত প্রতি কর্মদিবসে এক ঘণ্টা কর্মবিরতি, ১৭ মে থেকে দুই ঘণ্টা কর্মবিরতি এবং ২১ মে থেকে আধাবেলা কর্মবিরতি পালন করেছেন। এরপর পূর্বঘোষণা অনুযায়ী গত সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী জানান কোন সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মবিরতি পালন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।