রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
The Daily Post

নাসিরনগরে স্রোতের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে স্রোতের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠে গরু আনতে গিয়ে স্রোতের পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত শুক্রবার উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে এ ঘটনা ঘটে। পরে শনিবার (৩১ মে) তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন-গোকর্ণ ইউনিয়নের মধ্য পাড়ার মিনার আলীর কন্যা মারিয়া ও তানিয়া। কিছুদিন হলো মিনার আলী প্রবাসী হয়েছেন। তার চার সন্তানের মধ্যে ওরা দু’জন বড়।

নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অন্য দিনের মতো গত শুক্রবার আকাশিয়া বিলে গরু আনতে যায় মারিয়া ও তানিয়া। গরু আনতে গিয়ে তারা দু’বোন খেলাধুলা করতে থাকে। পরে বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন হলে গরু নিয়ে আসার পথে আকাশিয়া বিলের বেড়িবাঁধ এলাকায় সাঁতরে নদী পার হওয়ার সময় স্রোতের টানে তারা পানিতে ডুবে যায়। এরপর অনেক খোঁজাখুজি করে শনিবার (৩১ মে) তাদের লাশ পাওয়া যায়।

নিহতের চাচা দুলাল মিয়া বলেন, মাঠে গরু আনতে গিয়ে আসার সময় আমার ভাতিজিরা স্রোতের টানে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ অনেক চেষ্টা করে তাদের লাশ উদ্ধারের জন্য। পরে শনিবার (৩১ মে) তাদের মরদেহ পাই আমরা।

নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে, তদন্ত করে লাশ দাফনের অনুমতি দেয়া হবে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন, রাতে শোনামাত্রই আমি এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সকালে ডুবুরি দল আসার আগেই তাদের লাশ ভেসে উঠেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

টিএইচ